একদিনে ২ ভোট : ছাপানো হবে ২৫ কোটি ৫৪ লাখ ব্যালট
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩
ফাইল ছবি (সংগৃহীত)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হচ্ছে। দুই ভোটের জন্য মোট ২৫ কোটি ৫৪ লাখ ব্যালট ছাপানোর প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধিত ভোটারের সংখ্যার বাইরে অতিরিক্ত কোনো ব্যালট ছাপানো হবে না বলে সম্প্রতি জানিয়েছে কমিশনের সংশ্লিষ্ট শাখা।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।
কমিশন সূত্র জানায়, নির্বাচন-সম্পর্কিত বেশির ভাগ উপকরণ ছাপানো শেষ হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৪ হাজার মনোনয়নপত্র, প্রায় ৫ লাখ বিভিন্ন ধরনের ফরম ও ১০ হাজার প্রতীকের পোস্টার। নির্বাচনকে ঘিরে প্রয়োজনীয় ২০ লাখ প্যাকেটের মধ্যে ১৭ লাখ প্রস্তুত।
এ ছাড়া পর্যবেক্ষক নীতিমালার ১০ হাজার কপি, প্রিজাইডিং অফিসারদের জন্য ৪৩ হাজার পরিচয়পত্র, সহকারী প্রিজাইডিং অফিসারদের জন্য ৩ লাখ এবং পোলিং অফিসারদের জন্য ৬ লাখ পরিচয়পত্র ছাপানো হয়েছে। পোলিং এজেন্টদের জন্য ৩২ লাখ পরিচয়পত্রও প্রস্তুত।
তবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), আচরণবিধি ও নির্বাচনী নির্দেশিকা–সংক্রান্ত আইন–বিধির ফরম ছাপানো এখনো শুরু হয়নি। কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইন ও বিধি সংশোধন চলমান থাকায় এসব ফরম ছাপাতে আরও সময় লাগবে।
এসআইবি/এমএইচএস

