Logo

জাতীয়

খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়ার আহ্বান জানাল সরকার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩০

খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়ার আহ্বান জানাল সরকার

ফাইল ছবি

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। 

ঘোষণায় জানানো হয়, আগামী শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় আচার অনুযায়ী প্রার্থনা করার অনুরোধ করা হয়েছে।

সরকার আরও জানিয়েছে, দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনায় অংশ নেওয়ার অনুরोध জানানো হচ্ছে।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। তার সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে উদ্বেগের পাশাপাশি দোয়া-প্রার্থনার উদ্যোগ জোরদার হয়েছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অন্তর্বর্তী সরকার বেগম খালেদা জিয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর