Logo

জাতীয়

তফসিল ঘোষণার বিষয়ে আলোচনা করতে রাষ্ট্রপতির সাক্ষাৎ চায় ইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৫:২২

তফসিল ঘোষণার বিষয়ে আলোচনা করতে রাষ্ট্রপতির সাক্ষাৎ চায় ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার বিষয়ে আলোচনা করতে রাষ্ট্রপতির সাক্ষাৎ পেতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইসি সূত্রে বিষয়টি জানা গেছে।

এদিকে, তফসিল ঘোষণা নিয়ে আগামী রোববার (৭ ডিসেম্বর) সভায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। ওই সভার পরই যেকোনো দিন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এর আগে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন, ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির যেকোনো মধ্যবর্তী দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করা হবে। 

তিনি বলেন, ‘৮ ফেব্রুয়ারি থেকে এক-দু’দিন পরে কিংবা ১২ ফেব্রুয়ারি থেকে এক-দু’দিন আগেও হতে পারে। অর্থাৎ মধ্যবর্তী কোনো সময় হতে পারে।’

উল্লেখিত সময়সূচি অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি রোববার ও ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হওয়ায় নির্বাচনের সম্ভাব্য দিন মঙ্গলবারের দিকে হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর