ইসির কমিশন সভা রোববার, নির্ধারণ হবে তফসিলের তারিখ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৫
নির্বাচন কমিশন (ইসি) কমিশন সভা আগামী রোববার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলসহ নির্বাচন পূর্ববর্তী সকল গুরুত্বপূর্ণ তারিখ নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন সূত্রে সভা সম্পর্কিত এ তথ্য জানা যায়।
সূত্র মতে, আগামী রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
এ সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে বিবেচিত হচ্ছে।
সভায় আলোচ্যসূচি হিসেবে রয়েছে-
• আইন ও রীতির আলোকে তফসিল পূর্ব ও তফসিল পরবর্তী কার্যক্রম পর্যালোচনা
• গণভোট আয়োজন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির অগ্রগতি
• মাঠ প্রশাসনের সঙ্গে যোগাযোগ, সমন্বয় ও মতবিনিময়ের বিষয়াদি
• রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত সিদ্ধান্ত
• জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন পদ্ধতি ও SOP নির্ধারণ
• ২৯ নভেম্বরের মক ভোট থেকে প্রাপ্ত অভিজ্ঞতার আলোকে কেন্দ্র ব্যবস্থাপনা
• পার্সোনালাইজেশন সেন্টারের ৯টি মেশিন আইডিইএ প্রকল্পে হস্তান্তর ও বিএমটিএফের স্থগিত বিল পরিশোধ
• অতিরিক্ত ১৪ লাখ স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন বাবদ বকেয়া পরিশোধ
• ক্রয় প্যাকেজ এনসিএস-২৭ (স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন ও ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা মুদ্রণ) সংক্রান্ত সিদ্ধান্ত
• এবং বিবিধ।
এদিকে, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
এসআইবি/এমবি

