Logo

জাতীয়

খালেদা জিয়ার ‘আপসহীন নেতৃত্ব’ নিয়ে প্রামাণ্যচিত্র প্রকাশ করল সরকার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৯

খালেদা জিয়ার ‘আপসহীন নেতৃত্ব’ নিয়ে প্রামাণ্যচিত্র প্রকাশ করল সরকার

ছবি : ভিডিও থেকে নেওয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপসহীন রাজনৈতিক নেতৃত্ব ও গণতান্ত্রিক ভূমিকা তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে সরকার। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রামাণ্যচিত্রটি প্রকাশ করে। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এটি প্রকাশ করা হয়েছে।

‘দ্য লং ওয়াক টু ডেমোক্রেসি’ শিরোনামের দুই মিনিট ৪০ সেকেন্ড দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এতে স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনে বেগম খালেদা জিয়ার ভূমিকা গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছে।

প্রামাণ্যচিত্রে বলা হয়, শিষ্টাচার, সৌজন্যবোধ, দৃঢ়তা, দূরদর্শিতা ও প্রজ্ঞার সমন্বয়ে খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে অনন্য চরিত্রে পরিণত হয়েছেন। 


এতে এক-এগারোর সময় তার আপসহীন অবস্থান, দুই ছেলের নিরাপত্তার বিনিময়েও আপস না করার দৃঢ়তা, এবং পরবর্তী সময়ে মিথ্যা মামলায় তার কারাবরণের ঘটনাও ফুটিয়ে তোলা হয়েছে।

প্রামাণ্যচিত্রটি শেষ হয়েছে এই মন্তব্য দিয়ে- বেগম খালেদা জিয়া, জাতি আপনার জন্য প্রার্থনা করছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া অন্তর্বর্তী সরকার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর