Logo

জাতীয়

জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর বড় পরীক্ষা : পররাষ্ট্র উপদেষ্টা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৩

জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর বড় পরীক্ষা : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সামনে জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি বড় পরীক্ষা। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

‘শুরুতে কিছু চ্যালেঞ্জ থাকলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ বাহিনীও নিজেদের গুছিয়ে নিতে পেরেছে’ বলে মন্তব্য করেন তিনি। 

শনিবার (৬ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস উল্লেখ করেছেন, এই নির্বাচন হবে ‘আদর্শ নির্বাচন’। নির্বাচনের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।

তিনি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। ডাক্তার ও নার্স সংকট দূর করতে স্বল্প সময়ে সাড়ে তিন হাজার নার্স ও তিন হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে।

আলু রপ্তানি বিষয়ে তিনি বলেন, ‘বিশ্বে নিয়মিত আলু আমদানি করা দেশ খুবই কম। বিশেষ পরিস্থিতি ছাড়া রপ্তানির সুযোগ সীমিত।’ এছাড়া বিদেশে মানবসম্পদ রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, দক্ষতা না থাকায় দেশের কর্মীরা বিদেশে কম বেতন পান। বিশেষ করে নার্সিং পেশায় বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে দেশ উপকৃত হবে।

পররাষ্ট্র উপদেষ্টা রংপুরে ছোট জাতের দেশি গরুর মাংসের প্রশংসা করেন এবং এর বাণিজ্যিক উৎপাদনে প্রাণিসম্পদ অধিদপ্তরকে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

চার দিনের সফরে পররাষ্ট্র উপদেষ্টা রংপুরের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করছেন। আজ বিকেলে তিনি রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করবেন। আগামীকাল রোববার কিশোরগঞ্জের মাগুরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সৈয়দপুর থেকে ঢাকায় ফিরবেন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তৌহিদ হোসেন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর