Logo

জাতীয়

নির্বাচনে নিয়োজিতদের ‘পোস্টাল ভোট’ নিবন্ধনের সময় জানাল ইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১৭:০৩

নির্বাচনে নিয়োজিতদের ‘পোস্টাল ভোট’ নিবন্ধনের সময় জানাল ইসি

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ২৫ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। তফসিল ঘোষণার দিন থেকে শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম চলবে পুরো ডিসেম্বরের ২৫ তারিখ পর্যন্ত।

শনিবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ নির্বাচন কমিশন জানায়, পোস্টাল ভোট সংক্রান্ত বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

অন্যদিকে, বিদেশ থেকে ভোট দিতে ইচ্ছুক প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে ঠিকানা সংশোধনের শেষ সময় ছিল আজ। নিবন্ধনের সময় ভুল ঠিকানা দিয়ে থাকলে আজকের (৬ ডিসেম্বর) মধ্যে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা, প্রয়োজনে কর্মস্থল বা পরিচিত ব্যক্তির ঠিকানা অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করে সংশোধন করা যাবে।

ইসির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৫৭৯ জন প্রবাসী ভোটার এই অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন।

এসআইবি/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর