Logo

জাতীয়

পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ চার প্রতীক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪

পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ চার প্রতীক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোটের ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৮ ডিসেম্বর) থেকেই শুরু হয়েছে পোস্টাল ব্যালট ছাপার কাজ।

তবে এবারের পোস্টাল ব্যালটে চারটি রাজনৈতিক প্রতীক রাখা হচ্ছে না। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিষিদ্ধ কার্যক্রমের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা, নিবন্ধন বাতিল হওয়ায় ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের চাবি, ফ্রিডম পার্টির কুড়াল এবং প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) বাঘ প্রতীক ব্যালট থেকে বাদ পড়ছে।

ইসির নথি অনুযায়ী, বর্তমানে ১১৯টি প্রতীক থাকলেও চারটি বাদ পড়ায় পোস্টাল ব্যালটে থাকছে ১১৫টি প্রতীক।

প্রবাসী ভোটারদের জন্য চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত ২ লাখ ৪৯ হাজার ৩২৪ জন নিবন্ধন করেছেন।

নিবন্ধিত প্রবাসীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠাবে ইসি। ভোটাররা ব্যালটে ভোট দিয়ে নির্ধারিত ফিরতি খামে তা ডাকযোগে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

এসআইবি/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর