পোস্টাল ভোটে নিবন্ধন ২ লাখ ৫০ হাজার ছাড়াল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে অনলাইনে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী হিসেবে নিবন্ধন করেছেন ২ লাখ ৫০ হাজার ১২২ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে ৬৩ হাজার ৮৬ জন। দ্বিতীয় সর্বোচ্চ যুক্তরাষ্ট্র থেকে ২০ হাজার ৫৪ জন এবং তৃতীয় সর্বোচ্চ কাতার থেকে ১৬ হাজার ৩৯৯ জন নিবন্ধন করেছেন। ইসির ওয়েবসাইটের (https://portal.ocv.gov.bd/report/by-country) তথ্য থেকে বিষয়টি জানা গেছে।
এর আগে গত ১৯ নভেম্বর থেকে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত।
ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ব্যালটে ভোট দিয়ে ফিরতি খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
এসআইবি/এমবি

