সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৫:২৯
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসমুখর নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছুই নেওয়া হচ্ছে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। বাহিনীগুলোর প্রশিক্ষণ কেমন হচ্ছে সে মান দেখার জন্য আমরা যাবো। আশা করছি, জানুয়ারির ভেতর প্রশিক্ষণ সমাপ্ত হবে। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসমুখর নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছুই নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত। এজন্য যে এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা নেই সে এলাকায় বিকল্প ব্যবস্থা করতে বলা হয়েছে।
বডিক্যামের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বডিক্যামেরা নির্বাচনের সময় থাকবে।
সম্প্রতি রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রংপুরে আমাদের কলিগ একজন পুলিশে আরেকজন র্যাবে। তাদের মা ও বাবাকে হত্যা করা হয়েছে। এজন্য অলরেডি ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে যেভাবেই হোক জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য।
এমবি

