Logo

জাতীয়

বেগম রোকেয়া দিবস আজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮

বেগম রোকেয়া দিবস আজ

আজ ৯ ডিসেম্বর, বাঙালি নারীর মুক্তি ও অগ্রগতির প্রতীক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী। ১৮৮০ সালের এই দিনে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্ম নেওয়া এই মহীয়সী নারী ১৯৩২ সালের একই দিনে ইহলোক ত্যাগ করেন। তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দিনটি প্রতি বছর বেগম রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়।

সাহিত্যিক, দার্শনিক, নারীবাদী চিন্তার প্রবর্তক ও নারী শিক্ষার পথিকৃৎ রোকেয়ার স্মরণে সরকারসহ বিভিন্ন সংগঠন আজ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আজ সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

এবার পদক পাচ্ছেন—

  • নারীশিক্ষা (গবেষণা) : রুভানা রাকিব
  • নারী অধিকার (শ্রম অধিকার) : কল্পনা আক্তার
  • মানবাধিকার : নাবিলা ইদ্রিস
  • নারী জাগরণ (ক্রীড়া) : ঋতুপর্ণা চাকমা।

জাতীয় পুরস্কার-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির চূড়ান্ত সুপারিশের ভিত্তিতে এই চারজনকে ২০২৫ সালের রোকেয়া পদক দেওয়া হচ্ছে।

দিবসটি উপলক্ষে বেগম রোকেয়ার স্মরণে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, রক্ষণশীল সমাজে নারীশিক্ষার বিস্তারে রোকেয়ার সাহস এবং ভূমিকা ছিল যুগান্তকারী। তার দেখানো পথ অনুসরণ করেই নারীর ক্ষমতায়নে সরকার কাজ করে যাচ্ছে। পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

রোকেয়ার জীবন ও সংগ্রাম
প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না থাকলেও বড় ভাই-বোনের সহায়তায় উর্দু, বাংলা, আরবি ও ফারসি ভাষায় শিক্ষালাভ করেন রোকেয়া। পরে স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের সহযোগিতায় নারীশিক্ষার প্রসারে লেখালেখি ও প্রতিষ্ঠান গঠনে মনোনিবেশ করেন।

নারী–পুরুষ সমতার স্বপ্ন লালন করে তিনি লিখেছেন মতিচূর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধবাসিনীসহ বহু যুগান্তকারী রচনা। ২০০৪ সালে বিবিসি বাংলার সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জরিপে তিনি ষষ্ঠ স্থান অর্জন করেন।

রংপুরে কর্মসূচি
তার জন্মস্থান পায়রাবন্দে আজ সকালে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, দুপুরে আলোচনা সভা এবং বিকেলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও নারীদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হবে।

রোকেয়া বিশ্ববিদ্যালয়ও দিনব্যাপী আয়োজন করেছে র‌্যালি, আলোচনা সভা ও প্রকাশনার মোড়ক উন্মোচন। উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, প্রধান আলোচক থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম।

এছাড়া রংপুর জেলার বিভিন্ন নারী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সংস্থাগুলো পৃথক পৃথক কর্মসূচি পালন করছে।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দিবস উদযাপন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর