Logo

জাতীয়

বিজয়ের মাস

জাতিসংঘে যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪

জাতিসংঘে যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস

ঢাকার বাইরে একের পর এক এলাকা হানাদারমুক্ত হচ্ছিল। রণাঙ্গনে পাকিস্তানিদের পরাজয় আসন্ন। স্বাধীনতার লক্ষ্য অর্জনের কাছাকাছি বাংলাদেশ। ঠিক সে সময় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাস হয় একটি প্রস্তাব। যেটির আওতায় যুদ্ধ বন্ধ করে পাকিস্তান ও ভারতকে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়। রণাঙ্গনে তখন মুক্তিবাহিনীর সঙ্গে মিলে লড়াই করছিল ভারতীয় বাহিনী। এমন অবস্থায় প্রস্তাবটি বাস্তবায়ন হলে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের অপেক্ষা হয়তো আরও দীর্ঘায়িত হতো। প্রতিবেশীদের মধ্যে ভারত ও ভুটান স্বাভাবিকভাবেই প্রস্তাবটির বিরোধিতা করে। কারণ, এক দিন আগেই তারা বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। আর পক্ষে ভোট দেয় চীন। তারা তখন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে ছিল। জাতিসংঘে ভোটাভুটি নিয়ে দুটি বার্তা সংস্থার বরাত দিয়ে ইত্তেফাক লিখে, প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১০৪টি। আর বিপক্ষে ভোট দেয় ১১ সদস্য রাষ্ট্র। প্রস্তাবটির একটি শর্তে বলা হয়, বাঙালি শরণার্থীরা যাতে স্বেচ্ছায় স্বদেশে প্রত্যাবর্তন করতে পারে, পাকিস্তানকে সে রকম অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। 

তবে এই অনুকূল পরিবেশ তৈরি করা নিয়ে আপত্তি ছিল পাকিস্তানের।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অধিবেশনে দেওয়া ভাষণেই ইসলামাবাদের প্রতিনিধি আগা শাহি জানান, তার সরকার ‘বাংলার বিদ্রোহীদের’ সঙ্গে আলোচনায় রাজি নয়।

বিকেপি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর