Logo

জাতীয়

বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৭

বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

ফাইল ছবি।

রাজধানী ঢাকার বায়ুমান আজ ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকার দূষণের স্কোর ২৫০ রেকর্ড করা হয়েছে। এর ফলে ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান ১২৭ শহরের তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে।

দূষণের এ তালিকায় ভারতের কলকাতা দ্বিতীয় স্থানে (স্কোর ২৫০), মিশরের কায়রো তৃতীয় (২৪৭), ভারতের দিল্লি চতুর্থ (২৩২) এবং কুয়েত সিটি পঞ্চম স্থানে (১৯৮) রয়েছে।

একিউআই সূচকের মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ হলে বায়ুমানকে ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে তাপমাত্রা কমার সঙ্গে বায়ুর আর্দ্রতা বাড়ায় দূষিত কণাগুলো নিচে আটকে থাকে। এর ফলে এ সময় ঢাকার বায়ুমান আরও দূষিত হয়। বিশেষত শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টসহ অন্যান্য শ্বাসতন্ত্রের সমস্যা থাকা নাগরিকদের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আবহাওয়া বায়ুদূষণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর