জাগপা’র নিবন্ধন পুনর্বহাল, প্রতীক হুক্কার পরিবর্তে চশমা
বাংলাদেশ প্রতিবেদক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র নিবন্ধন পুনর্বহালের পাশাপাশি দলটির নতুন প্রতীক হিসেবে চশমা সংরক্ষণ করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।
২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় গণতান্ত্রিক পার্টিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। তবে শর্ত প্রতিপালন না করায় ২০২১ সালের ২৮ জানুয়ারি জাগপার নিবন্ধন বাতিল করে গেজেট প্রকাশ করা হয়েছিল।
নিবন্ধন বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে সে বছরই হাইকোর্টে রিট আবেদন করেন দলটির সভাপতি তাসমিয়া প্রধান। এ বছর মার্চে আদালত দলটিকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেন।
এই ধারাবাহিকতায় মঙ্গলবার নির্বাচন কমিশন নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ করে।
গেজেটে বলা হয়েছে, The Representation of the People Order, 1972-এর Chapter VIA-এর বিধান অনুযায়ী নিবন্ধনের শর্তাদি পূরণ করায় নির্বাচন কমিশন জাতীয় গণতান্ত্রিক পার্টিকে ২০০৮ সালে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয় এবং প্রতীক হিসেবে ‘হুক্কা’ বরাদ্দ করে।
এবার ৯ নভেম্বর ২০২৫ তারিখে তারা দলের নামের সঙ্গে ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি’-এর সাথে ‘জাগপা’ সংযোজন এবং দলের প্রতীক ‘হুক্কা’ পরিবর্তন করে ‘চশমা’ বরাদ্দের জন্য আবেদন করে।
নির্বাচন কমিশন এ আবেদন গ্রহণ করে দলটির নিবন্ধিত নাম ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’ এবং প্রতীক ‘চশমা’ নির্ধারণ করেছে।
এসআইবি/এমএইচএস

