আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সুপ্রিম কোর্ট কার্যালয়ে প্রধান বিচারপতির খাসকামরায় তারা একান্ত বৈঠকে বসেন।
এর আগে দুপুর সোয়া ১টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে রওনা হয়ে নির্ধারিত সময়ের কিছু আগেই তিনি সুপ্রিম কোর্ট পৌঁছান।
জানা গেছে, সীমানা নির্ধারণসংক্রান্ত রিট, প্রতীক বরাদ্দ, প্রার্থিতা ফিরে পাওয়ার আইনি প্রক্রিয়া– এসব বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনী সময় ঘনিয়ে আসায় বিভিন্ন আইনি জটিলতা, সহায়তা ও সমন্বয়ের বিষয়টিও আলোচনার এজেন্ডায় রয়েছে।
এদিকে, মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ভাষণের সবকিছু চূড়ান্ত। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনার বলেন, তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। আগামীকাল দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাবে নির্বাচন কমিশন।
ডিআর/এমবি

