রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে ‘কম্বিং অপারেশন’ চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৪:০০
ছবি : বাংলাদেশের খবর
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে সন্ত্রাস দমনে সমন্বিত (কম্বিং) অপারেশন পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১০ ডিসেম্বর) সকালে নরসিংদী পুলিশ লাইন পরিদর্শন শেষে পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রায়পুরা উপজেলা এ অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা। সেখানে সন্ত্রাসীদের আড্ডা ও অসংখ্য হাতিয়ার রয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবকে নিয়ে একটি সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। ইতোমধ্যে অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। তারা এখন টেঁটা থেকে হাতিয়ারে চলে গেছে। তাই যত দ্রুত সম্ভব কম্বিং অপারেশন করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে।’
এর আগে তিনি পুলিশ লাইনে বৃক্ষরোপণ করেন এবং পুলিশ হাসপাতাল, রেশন স্টোর, রান্নাঘর, খাবারের মান, খেলার মাঠ, পুকুর ও প্রশিক্ষণ ব্যবস্থাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।
এ সময় নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, সুজন চন্দ্র সরকার ও মো. আনোয়ার হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুমন রায়/এআরএস

