Logo

জাতীয়

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামীকাল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৬

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামীকাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

আজ বুধবার (১০ ডিসেম্বর) নির্বাচন ভবনে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। 

তিনি বলেন, আগামীকাল ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন।

বাগেরহাটের চারটি আসন পুন:নির্ধারণের বিষয়ে তিনি বলেন, সীমা নির্ধারণ (ডিলিমিটেশন) বিষয়ে আমরা কিছু তথ্য পেয়েছি, তবে এখনো কোনো কোর্ট অর্ডার পাইনি। তাই আদালতের আদেশ হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করাটা সমীচীন নয়।

বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, ৩০০ আসন ভিত্তিক তফসিলই ঘোষণা করা হবে। আদালতের রায় হাতে পাওয়ার পর যদি প্রয়োজন হয়, সে অনুযায়ী সংশোধন করা যাবে।

এসআইবি/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর