Logo

জাতীয়

নির্বাচন সুষ্ঠু-শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৭:২২

নির্বাচন সুষ্ঠু-শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার-বীজ ও সেচ ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য আগের নির্বাচনগুলোতে যত আইনশৃঙ্খলা বাহিনী দেওয়া হয়েছিল, এবার তার চেয়ে আরও বেশি দেওয়া হবে। নির্বাচন নির্ভর করে জনগণের ওপর। ভোটাররা যখন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে যাবে, তখন তাদের কেউ বাধা দিতে পারবে না।’

তিনি নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর জোর দেন। পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি অনুসন্ধানী সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আপনারা কাজ করুন। যদি স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো আত্মীয়-স্বজন বা আমি নিজেও কোনো অনিয়ম করি, তা লিখুন।’

এর আগে তিনি নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন।

এ সময় নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনসহ জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুমন রায়/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বরাষ্ট্র উপদেষ্টা সংসদ নির্বাচন দুর্নীতি দমন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর