Logo

জাতীয়

নির্বাচন ও গণভোটের তফসিল আজ

ভোটে সহায়তার আশ্বাস রাষ্ট্রপতির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪

নির্বাচন ও গণভোটের তফসিল আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তা ঘোষণা করবেন। গতকাল বুধবার বিকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

গতকাল বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সিইসি এ এম এম নাসির উদ্দিনসহ চার কমিশনার দেখা করেন। এ সময় নির্বাচনকে সুষ্ঠু, নিরাপদ এবং উৎসবমুখর করতে রাষ্ট্রপতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও অন্য কমিশনারদের সাক্ষাতের মাধ্যমে ভোটার তালিকা, ব্যালট প্রস্তুতি, ভোটারদের সুবিধা, গণনার পদ্ধতি এবং আউট অব কান্ট্রি ও ইন কান্ট্রি পোস্টাল ভোটের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে।

এর পাশাপাশি, বাগেরহাটের চারটি ও গাজীপুরের পাঁচটি আসন পুনর্বহাল করা হয়েছে, যা আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশন ইতোমধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের একই দিনে অনুষ্ঠিত হওয়ার জন্য ব্যালট রং, ভোট সময়সূচি এবং ভোটার নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত করেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চিত করেছেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং সমান সুযোগ নিশ্চিত করতে যথেষ্ট আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হবে। পোস্টাল ভোটিংয়ের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরাও এবার ভোট দিতে পারবেন। নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে শুরু হচ্ছে দেশের নির্বাচনী ট্রেনের মূল যাত্রা, যা জনগণ ও রাজনৈতিক দলসমূহের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। 

অর্থবহ ভোটে সহায়তার আশ্বাস রাষ্ট্রপতির: নির্বাচন সুষ্ঠু ও অর্থবহ করতে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল বুধবার ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। এর আগে ফুল কমিশন ভোটের অগ্রগতি তুলে ধরতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, ‘আপনারা জানেন যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, চার কমিশনার এবং আমি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম নির্বাচন-পূর্ব প্রস্তুতি এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য। রাষ্ট্রপতিকে আমাদের প্রধান নির্বাচন কমিশনার যে বিষয়গুলো আপডেট করেছেন, তার মধ্যে একটি হচ্ছে ভোটার তালিকা।’ 

এ বিষয়ে তিনি বলেন, গত জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকার ক্রমসংযোজন এবং বর্তমান অবস্থা, রাজনৈতিক দল নিবন্ধন এবং তার সর্বশেষ অগ্রগতি।

তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-এই দুটি বিষয় আমরা কীভাবে করব, ব্যালট পেপারগুলো কীভাবে তৈরি হচ্ছে, ব্যালট পেপারের রং কী হবে, ব্যালট পেপার কীভাবে একজন ভোটারকে দেওয়া হবে, আমাদের মক ভোটিং অনুযায়ী একজন ভোটার কত সময় নিয়েছেন এবং গণনার পদ্ধতি-এসব বিষয়ে তিনি বিস্তারিত জানতে চেয়েছেন। আমাদের পক্ষ থেকে বিস্তারিত জানানোর পর তিনি সন্তোষ প্রকাশ করেছেন।’

নির্বাচন কমিশন সচিব সাংবাদিকদের বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হবে। ব্যালটের রং, ভোট গণনা পদ্ধতি এবং রাজনৈতিক দলের নিবন্ধন সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেছেন সিইসি। নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিতে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন।

ইসি সচিব আখতার বলেন, ‘আমরা যে ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়েছি-সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৪টা পর্যন্ত-এটিকেও তিনি যৌক্তিক বলেছেন এবং সন্তোষ প্রকাশ করেছেন। তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে যে বিষয়টি জেনেছেন, তা হলো আউট অব কান্ট্রি ভোটিং এবং ইন কান্ট্রি পোস্টাল ভোট। এ বিষয়ে তার কৌতূহল এবং পদ্ধতিগত ও প্রযুক্তিগত দিকগুলো শুনে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। তিনি সার্বিকভাবে আমাদের বলেছেন যে, নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এবং একটি ভালো, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য-সহযোগিতা ও সহানুভূতি দেওয়ার সুযোগ আছে, তিনি তার থেকে বেশি দেবেন, কম দেবেন না।’

প্রায় দেড় ঘণ্টা পর সিইসিসহ কমিশনের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে আসেন। তবে অপেক্ষায় থাকা সাংবাদিকদের সঙ্গে তারা কথা বলেননি।

জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ পরে গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রপতিকে নির্বাচনের প্রস্তুতির সার্বিক বিষয়ে অবহিত করা হয়েছে।

বাগেরহাটের চারটি ও গাজীপুরের পাঁচটি আসন পুনর্বহাল: বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। 

এ ছাড়া গাজীপুরেও আগের মতো পাঁচটি আসন থাকবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ বুধবার এ রায় দেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের লিভ টু আপিল খারিজ করে এ রায় ঘোষণা করেন আপিল বিভাগ। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন ও অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী। 

ইসির পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সঙ্গে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।

পরে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখেছেন। এ কারণে ২৪ ঘণ্টার মধ্যে বাগেরহাটে চারটি আসন পুনর্বহাল করে ইসিকে গেজেট জারি করতে হবে।

সিইসির ভাষণ রেকর্ড: নির্বাচনের তফসিল ঘোষণার লক্ষ্যে সিইসির ভাষণ রেকর্ড করার জন্য গতকাল বিকাল ৪টায় ইসিতে বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে ডাকা হয়। রেওয়াজ আছে, যেদিনই ভাষণ রেকর্ড করা হয় এবং রাষ্ট্রপতির সঙ্গে ইসি সাক্ষাৎ করে সেদিনই তফসিল দেওয়া হয়।

ভোট উৎসবমুখর করার সব প্রস্তুতি নেওয়া হচ্ছে-স্বরাষ্ট্র উপদেষ্টা: সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয় সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরাপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য যে পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী আগের নির্বাচনগুলোতে দেওয়া হয়েছিল, এবার তার চেয়ে আরও অনেক বেশি দেওয়া হবে। নির্বাচন নির্ভর করে জনগণের ওপরে, যারা ভোটার তারা। ভোটাররা যত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে যাবে, সেসময় তাদের কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবারই সহযোগিতায় একটা নির্বাচন হবে। এরপর সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

বুধবার বিকালে নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার-বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

এদিকে ইসি আগেই জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন; বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ নির্ধারণ করা হবে তফসিলে। আর গণভোটের জন্য শুধু ভোটের তারিখটি উল্লেখ করা হবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং যুক্ত হয়েছে। গণভোটেও ভোট দিতে পারবেন নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিরা।

ভোটের ট্রেন এখন প্ল্যাটফর্মে, শুধু হুইসেলেরে অপেক্ষা। তফসিলের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হবে। এখন সবার নজর ইসির দিকে।

বিকেপি/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন সিইসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর