Logo

জাতীয়

৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭

৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী এলাকায় বিদ্যমান সব ধরনের প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১০ ডিসেম্বর) ইসি উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। 

স্থানীয় সরকার বিভাগে পাঠানো চিঠিতে জানানো হয়, তফসিল ঘোষণার কার্যক্রম বর্তমানে চলমান। তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াললিখন, বিলবোর্ড, গেট, তোরণ, ঘের, প্যান্ডেল, আলোকসজ্জা এবং সব ধরনের নির্বাচনী ক্যাম্প ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিতে বলা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ রয়েছে, নির্ধারিত সময়ে এসব প্রচারণার সামগ্রী অপসারণে সংশ্লিষ্ট সংস্থাগুলো যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

এসআইবি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর