ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোষিত হতে যাচ্ছে। তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনী প্রক্রিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে। সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সকল নির্বাহী কর্তৃপক্ষকে সহায়তা করা বাধ্যতামূলক। এই অনুচ্ছেদই ইসিকে কার্যকর ক্ষমতা প্রদান করে।
আইন অনুযায়ী যেসব ক্ষমতা পেয়ে থাকে
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী নির্বাচন কমিশনের ক্ষমতা আরও স্পষ্টভাবে নির্ধারিত। তফসিল ঘোষণার পর ইসি চাইলে প্রশাসনে রদবদল আনতে পারে। আরপিওতে বলা হয়েছে— বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ তাদের অধস্তন কর্মকর্তাদের ইসির সঙ্গে আলোচনা ছাড়া বদলি করা যাবে না।
আবার নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কোনো কর্মকর্তা পরিবর্তনের প্রয়োজন হলে ইসি লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবে এবং সেই বদলি অতি দ্রুত কার্যকর করতে হবে।
নির্বাচনী আইন ও আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে ইসির ক্ষমতা আরও বড়— কোনো প্রার্থী গুরুতর লঙ্ঘন করলে ইসি প্রার্থিতা বাতিল পর্যন্ত করতে পারে।
তবে বাংলাদেশে সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের উল্লেখযোগ্য নজির নেই। আচরণবিধি লঙ্ঘনের কারণে জরিমানা বা সতর্ক করার ঘটনা থাকলেও প্রার্থিতা বাতিল দেখা যায় না।
বাংলাদেশের সংসদ নির্বাচনে জেলা প্রশাসকেরাই রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। আরপিও অনুযায়ী রিটার্নিং অফিসারকে ইসি যে দায়িত্ব দেবে, তিনি সেটি পালন করতে বাধ্য থাকেন।
নির্বাচনে অনিয়ম হলে ফলাফল বাতিলের ক্ষমতা রয়েছে ইসির। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) সংশোধনী ২০২৫ অনুযায়ী, অনিয়ম হলে ইসি চাইলে একটি সংসদীয় আসনের সব কেন্দ্রের ফল বাতিল করতে পারবে। এমনকি প্রয়োজন মনে করলে ৩০০ আসনের সবকটির ফলাফলও বাতিল করতে পারবে নির্বাচন কমিশন।
অন্যদিকে নির্বাচনে প্রার্থী হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচিত ঘোষণার পরও তদন্ত সাপেক্ষে তার সংসদ সদস্য পদ বাতিল করতে পারবে নির্বাচন কমিশন।
তফসিলে কী থাকে?
নির্বাচন আয়োজনের সমস্ত কার্যক্রম কোন সময়ে কীভাবে সম্পন্ন হবে— তার আইনি সময়সীমাবদ্ধ ঘোষণা হলো তফসিল। এর মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন অনুষ্ঠানের নির্দিষ্ট তারিখসহ পুরো প্রক্রিয়ার সময়সূচি নির্ধারণ করে।
তফসিলে সাধারণত যে বিষয়গুলো উল্লেখ থাকে—
- মনোনয়নপত্র জমার সময়সীমা : প্রার্থীরা কখন থেকে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
- মনোনয়ন যাচাই–বাছাই : ইসি কত দিনের মধ্যে মনোনয়ন যাচাই করবে।
- আপিলের সময়সীমা : মনোনয়ন বাতিল হলে প্রার্থীরা কত দিনের মধ্যে আপিল করতে পারবেন।
- প্রার্থী তালিকা প্রকাশ : চূড়ান্ত প্রার্থীদের তালিকা কবে প্রকাশ হবে।
- প্রচারণা শুরুর ও শেষের সময় : নির্বাচনী প্রতীক ঘোষণার পর প্রচার কখন শুরু ও কখন শেষ হবে।
- ভোটগ্রহণের সময়সূচি : ভোট কোন তারিখে, কোন সময়ে শুরু হবে ও শেষ হবে।
- ভোট গণনা : ভোট শেষে কোথায় ও কীভাবে গণনা হবে।
এসআইবি/এমএইচএস

