আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় দু’জন ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১৫:১৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত সময়ের জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় প্রতি উপজেলা ও থানায় কমপক্ষে দুইজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত জানিয়েছে ইসি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা-০২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে আচরণবিধি কার্যকরভাবে বাস্তবায়ন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য এসব ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও আইনশৃঙ্খলা-সুরক্ষিত রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
চিঠিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি অনুবিভাগ) বরাবর দৃষ্টি আকর্ষণ করে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
এসআইবি/এমবি

