সীমানা নিয়ে আদালতের রায়ে ইসির ক্ষমতা প্রশ্নবিদ্ধ ‘চ্যালেঞ্জযোগ্য’ : ইসি সচিব
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৭
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি : বাংলাদেশের খবর
সীমানা নিয়ে আদালতের রায়ে নির্বাচন কমিশন (ইসি) ক্ষমতা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাগেরহাট ও ফরিদপুরের সীমানা নিয়ে আদালতের রায়ের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ইসি সচিব বলেন, আদালতের রায়ে ইসির ক্ষমতা খর্ব হচ্ছে কিনা এমন প্রশ্নে আমি বলব, এটা প্রশ্নবিদ্ধ হতে পারে, কিন্তু খর্ব নয়। প্রশ্নবিদ্ধ মানে চ্যালেঞ্জযোগ্য; খর্ব মানে বাতিল। এ দুটির মধ্যে পার্থক্য আছে।
এসআইবি/এমবি

