Logo

জাতীয়

গণভোট ও সংসদ নির্বাচন : দায়িত্বে থাকছেন ৬৯ রিটার্নিং কর্মকর্তা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫

গণভোট ও সংসদ নির্বাচন : দায়িত্বে থাকছেন ৬৯ রিটার্নিং কর্মকর্তা

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে আছেন নির্বাচন কমিশনের (ইসি) নিজস্ব ৩ জন কর্মকর্তা, দুই বিভাগীয় কমিশনার এবং দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী মূল সময়সূচি

  • মনোনয়নপত্র দাখিলের শেষ সময় : ২৯ ডিসেম্বর
  • মনোনয়নপত্র বাছাই : ৩০ ডিসেম্বর–৪ জানুয়ারি
  • আপিল দায়েরের শেষ দিন : ১১ জানুয়ারি
  • আপিল নিষ্পত্তি : ১২–১৮ জানুয়ারি
  • প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় : ২০ জানুয়ারি
  • চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ : ২১ জানুয়ারি
  • নির্বাচনী প্রচার : ২২ জানুয়ারি– ০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত
  • ভোটগ্রহণ : ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)

এসআইবি/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর