হাদিকে হত্যাচেষ্টা
সীমান্তে বিজিবির কড়া নজরদারি, তল্লাশি জোরদার
যশোর প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৮:১৫
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় যশোরের বেনাপোল সীমান্তে কড়া নজরদারি ও তল্লাশি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি : বাংলাদেশের খবর
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যেন সীমান্ত দিয়ে দেশত্যাগ করতে না পারে, সে লক্ষ্যে যশোরের বেনাপোল সীমান্তে কড়া নজরদারি ও তল্লাশি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, ঘটনার পরপরই সীমান্ত দিয়ে সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়ার আশঙ্কায় যশোরের সীমান্তবর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বেনাপোল সীমান্তজুড়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চলছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ৭০ দশমিক ২৭৪ কিলোমিটার সীমান্ত এলাকায় কড়া তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব সীমান্ত আপাতত সিলগালা করা হয়েছে। অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত আসামিরা যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, বেনাপোল আইসিপি, আমড়াখালি, সাদীপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা, কাশিপুর, মাসিলা, আন্দুলিয়া ও পাঁচপিসতলা এলাকাসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। সকাল থেকেই এসব এলাকায় চলাচলকারী যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ জানান, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও অপরাধমূলক তৎপরতা রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।
শহিদ জয়/এমবি

