জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে : মুক্তিযুদ্ধ উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার কোনো সুযোগ নেই জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ নতুন বাংলাদেশ নির্মাণ করবে। আগামীর বাংলাদেশ গড়ে উঠবে জুলাই সনদের ভিত্তিতে।
ফারুক-ই-আজম আরও জানান, অভ্যুত্থানকালে স্থাপনা যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তা সংস্কার করা হবে।
এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা ৩ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।
এরপর ৭টা ২২ মিনিটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তিনিও পরে নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। সেনাবাহিনীর একটি চৌকশ দল সশস্ত্র সালাম জানায়।
এমবি

