বাংলাদেশ থেকে পোস্টাল ভোটে নিবন্ধন ১০ হাজার ছাড়াল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ব্যবস্থার আওতায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে থাকা ভোটাররা ভোট দিতে পারবেন।
রোববার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা ৩০ মিনিট পর্যন্ত পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন ১০ হাজার ৫৬৬ জন। নির্বাচন কমিশনের পোস্টাল ভোট-সংক্রান্ত ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন শুরু হয়েছে। এ নিবন্ধন চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।
এদিকে প্রথমবারের মতো প্রবাসীরাও পোস্টাল ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করছেন। সর্বশেষ তথ্যানুযায়ী, ৩ লাখ ৭০ হাজার ৮২০ জন প্রবাসী পোস্টাল ভোটের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।
এসআইবি/এমবি

