ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে রোববার (১৪ ডিসেম্বর) সকালে পুনরায় তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তলবের সময় ভারতীয় দূতকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি বর্ষণকারী দুষ্কৃতকারীরা ভারতের ভূখণ্ডে পালিয়ে গেলে তাদের দ্রুত গ্রেপ্তার ও বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য এবং তার সমর্থকদের অব্যাহত কর্মকাণ্ড সম্পর্কে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ তুলে ধরা হয়েছে। এছাড়া, ওসমান হাদিকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের ভারতে পালানোর ক্ষেত্রে সহযোগিতা কামনা করা হয়েছে।
ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, যদি তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে, তবে তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার এবং বাংলাদেশে প্রত্যর্পণ নিশ্চিত করা হবে। জুলাই অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন চলছিল।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার পর দেশটির মাধ্যমে বিভিন্ন বিতর্কিত রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বহুবার ভারতের হাইকমিশনারকে আহ্বান জানানো হলেও নয়াদিল্লির সাড়া মেলেনি।
তলবকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ভারতের হাইকমিশনারকে সরকারের উদ্বেগ জানান। ভার্মাকে বলা হয়, ‘পলাতক শেখ হাসিনাকে উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে বাংলাদেশের আসন্ন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।’
বাংলাদেশ সরকার আশা প্রকাশ করেছে, ‘প্রতিবেশী দেশ হিসেবে ন্যায়বিচার ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সুরক্ষায় ভারত সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।’
ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এ সময় জানান, ‘বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা ভারতের রয়েছে এবং এই উদ্দেশ্যে সর্বাত্মক সহযোগিতা দিতে তাঁর দেশ প্রস্তুত।’
এনএ

