নির্বাচন কমিশনের প্রতি আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ: ইসি সানাউল্লাহ
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৩১
নির্বাচন কমিশনের (ইসি) প্রতি জনগণের আস্থা ও আত্মবিশ্বাস গত দেড় দশকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। এই আস্থা পুনরুদ্ধার করাকেই বর্তমান কমিশনের জন্য সবচেয়ে বড় দায়িত্ব ও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।
রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ।
তিনি বলেন, ‘একটি গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত দেড় দশকে বিভিন্ন কারণে এই আস্থা ও বিশ্বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে নির্বাচনী প্রক্রিয়া নিয়েও জনমনে প্রশ্ন ও সংশয় তৈরি হয়েছে।’
নির্বাচন কমিশনার আরও বলেন, বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকেই এই আস্থার সংকটকে গভীরভাবে উপলব্ধি করছে। কমিশনের সব কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে—নির্বাচনী ব্যবস্থাকে বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ করে তোলা। জনগণ যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করাই কমিশনের অগ্রাধিকার।
তিনি জানান, ‘নির্বাচন কমিশন আইনের শাসন, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে চায়। কোনো ধরনের অনিয়ম, প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার না করে সাংবিধানিক দায়িত্ব পালনের মাধ্যমেই জনগণের আস্থা ধীরে ধীরে ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।’
অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থার সংস্কার, ভোটারদের অংশগ্রহণ বাড়ানো, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণের ওপরও গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত প্রচেষ্টাতেই কেবল গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা পুনর্গঠন সম্ভব।

