বিজয় দিবস হোক জাতীয় ঐক্যের দিন : প্রধান উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ২০:০৪
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের মহান বিজয় দিবস হোক জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন।
১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ উপলক্ষ্যে সোমবার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জনগণের প্রকৃত ক্ষমতায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া এবং গণতান্ত্রিক উত্তরণের পথে যে নবযাত্রা শুরু হয়েছে, তা যেকোনো মূল্যে রক্ষার শপথ নেওয়ার দিন আজ।
প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর আমরা পাই কাঙ্ক্ষিত বিজয়ের স্বাদ। অনেক ত্যাগ-তিতিক্ষা এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীন জাতিসত্তা ও লাল-সবুজের পতাকা স্থায়ী হয়। এ উপলক্ষে দেশে ও বিশ্বজুড়ে বসবাসরত সকল বাংলাদেশিকে আমি বিজয়ের উষ্ণ শুভেচ্ছা জানাই।’
তিনি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধা জানিয়েছেন এবং তাদের আত্মদানের কথা স্মরণ করে বলেন, ‘তাঁদের ত্যাগ আমাদের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা যোগায়, সংকট ও সংগ্রামে মুক্তির পথ প্রদর্শন করে।’
প্রফেসর মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন, স্বাধীনতার সূর্য যে নতুন আলোয় উদিত হয়েছিল, তা বিগত বছরগুলোতে স্বৈরাচার ও অপশাসনের কারণে ম্লান হয়েছে। তবে জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আবারও একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশকে উন্নত ও সুশাসিত করার জন্য বিস্তৃত সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে এবং জনগণের অংশগ্রহণে তা সফলভাবে বাস্তবায়নের পথে এগোচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, এ প্রক্রিয়ার মাধ্যমে আগামীর বাংলাদেশে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা নির্মূল হয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং জনমুখী ও টেকসই উন্নয়ন বাস্তবায়িত হবে।
প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘আসুন, বহু কষ্টে অর্জিত স্বাধীনতাকে পূর্ণতা দিতে নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। ধর্ম, বর্ণ ও গোষ্ঠী নির্বিশেষে সকলে মিলে হাতে হাত রেখে এগিয়ে যাই শান্তি ও সমৃদ্ধির পথে।’
এমএইচএস

