Logo

জাতীয়

ভোট গ্রহণ কর্মকর্তাদের পোস্টাল ভোট নিবন্ধন শুরু আজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:০৮

ভোট গ্রহণ কর্মকর্তাদের পোস্টাল ভোট নিবন্ধন শুরু আজ

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের জন্য পোস্টাল ভোট নিবন্ধন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে তারা Postal Vote BD অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

বুধবার (১৭ ডিসেম্বর) তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোট গ্রহণ কর্মকর্তারা ১৮ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত এ অ্যাপে নিবন্ধন করতে পারবেন।

এদিকে আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য পোস্টাল ভোট নিবন্ধন শুরু হবে রোববার থেকে। তারা ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে একই অ্যাপ ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করার পর সরকারি চাকরিজীবীদের জন্য পোস্টাল ভোট নিবন্ধন শুরু হয়। এবার সেই তালিকায় যুক্ত হলেন ভোট গ্রহণ কর্মকর্তা ও কারাগারে থাকা ভোটাররা।

এসআইবি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর