Logo

জাতীয়

‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ ঠেকাতে অনুসন্ধান ও বিচারিক কমিটিকে ইসির নির্দেশনা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৪:২৯

‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ ঠেকাতে অনুসন্ধান ও বিচারিক কমিটিকে ইসির নির্দেশনা

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন-পূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গঠিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিসমূহের জন্য বিস্তারিত দিকনির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) প্রকাশিত পরিপত্র-৫ এ জানানো হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯১ক অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সারাদেশের প্রতিটি নির্বাচনী এলাকায় একজন করে বিচার বিভাগীয় কর্মকর্তাকে নিয়ে মোট ৩০০টি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি নির্বাচন-পূর্ব অনিয়মের অভিযোগ অনুসন্ধান করবে এবং প্রয়োজনীয় সুপারিশসহ তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করবে।

ইসির নির্দেশনা অনুযায়ী, কমিটিগুলো নির্বাচনী অপরাধ, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন এবং ভীতি, বাধা, দমন বা মিথ্যা তথ্যের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যাহত করার অভিযোগ অনুসন্ধান করবে। প্রয়োজনে গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রমও পরিচালনা করতে পারবে কমিটিগুলো।

পরিপত্রে বলা হয়েছে, অভিযোগের ভিত্তিতে কিংবা স্বপ্রণোদিত হয়ে কমিটিগুলো অনুসন্ধান করতে পারবে। এ ক্ষেত্রে দেওয়ানি আদালতের মতো সাক্ষ্য গ্রহণ, শপথ করানো এবং প্রয়োজনীয় নথিপত্র তলবের ক্ষমতা থাকবে তাদের। কমিটির কার্যক্রম দণ্ডবিধির আওতায় বিচারিক কার্যক্রম হিসেবে গণ্য হবে।

অনুসন্ধান বা বিচার শেষে প্রতিবেদন সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে হবে। প্রতিবেদন অবশ্যই তিন দিনের মধ্যে পিডিএফ ফরমেটে আইন অনুবিভাগের নির্ধারিত কর্মকর্তাদের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া কমিটির সদস্যদের দায়িত্ব পালনের জন্য জ্বালানি ও আপ্যায়নসহ আনুষঙ্গিক ব্যয়ের অর্থ বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছে ইসি। নিরাপত্তার স্বার্থে প্রতিটি কমিটির সঙ্গে দুইজন অস্ত্রধারী পুলিশ সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত স্ট্রাইকিং ফোর্সও নিয়োগ করা যাবে।

নির্বাচনী দায়িত্ব পালনে কমিটিগুলোর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদেরও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

এসআইবি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর