Logo

জাতীয়

হাদির জানাজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে থাকবে ৮৭০ আনসার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১১:০৬

হাদির জানাজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে থাকবে ৮৭০ আনসার

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠে দায়িত্ব পালন করবে ৮৭০ জন আনসার সদস্য। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজা শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠে দায়িত্ব পালন করবে ৮৭০ জন আনসার সদস্য।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সংসদ ভবনের সামনে ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে আগত আনসার সদস্যদের নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ব্রিফিং দেওয়া হয়েছে।

প্রশিক্ষণ শেষে আনসার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. আইয়ুব আলী জানান, ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে ব্যাটালিয়ন আনসার থাকবেন ২৭০ জন, অঙ্গীভূত আনসার ৪০০ জন এবং টিডিপি স্বেচ্ছাসেবক থাকবেন ২০০ জন।

তিনি বলেন, সংসদ ভবনের পূর্ব পাশের মাঠ সম্পূর্ণভাবে সিকিউরড রাখা হবে। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। কেউ দেয়াল টপকে ভেতরে প্রবেশ করতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ওসমান হাদি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর