ওসমান হাদির মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১৪:১১
জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজার জন্য তার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজার জন্য তার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মরদেহ সেখানে আনা হয়। বাদ জোহর দুপুর ২টায় তার জানাজা অনুষ্ঠিত হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা. আব্দুল আহাদ জানান, ওসমান হাদির জানাজা পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হবে। সেখানে কবর প্রস্তুতের কাজ চলছে।
এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চীন থেকে আনা ৮টি আর্চওয়ে গেটের মধ্য দিয়ে হাজারো মানুষ সুশৃঙ্খলভাবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে।
দুপুর ২টায় দক্ষিণ প্লাজায় শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজায় অংশগ্রহণের জন্য সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাধারণ মানুষ ও ছাত্রজনতা মিছিলের মাধ্যমে সংসদ ভবন প্রাঙ্গণে উপস্থিত হচ্ছেন।
এর আগে শনিবার (২০ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
সকাল ৯টা ৪০ মিনিটের দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে হাদির মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।
এ সময় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ওসমান হাদির মরদেহ মর্গে নেওয়া হয়। সঙ্গে ছিলেন তার স্বজন, সহযোদ্ধা ও সহকর্মীরা। ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে হাসপাতাল প্রাঙ্গণে দূর-দূরান্ত থেকে মানুষের ভিড় জমে।
ডিআর/এমবি

