সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত ৬ সেনার মরদেহ দেশে পৌঁছেছে
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৮
ছবি : আইএসপিআর
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে একটি ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্যের মরদেহ দেশে পৌঁছেছে।
শনিবার (২০ ডিসেম্বর) এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় নিহত সেনাদের মরদেহ।
আন্তবাহিনী জণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন সেনাবাহিনী সদস্যরা।
রোববার (২১শে ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নিহত সেনাদেরকে তাদের নিজ নিজ এলাকায় দাফন করা হবে।
আইএসপিআর জানিয়েছে, ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় ছয় জন শান্তিরক্ষী নিহত হন। এ ঘটনায় আরও নয় জন আহত হন। তাদের মধ্যে আট জন বর্তমানে কেনিয়ার নাইরোবিতে আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে তাদের সকলেই শঙ্কামুক্ত।
এই ঘটনায় দেশের বিভিন্ন মহল নিহত সেনাদের ত্যাগের জন্য গভীর শোক প্রকাশ করেছে।
এমএইচএস

