Logo

জাতীয়

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ

চরমপন্থিরা নিরাপদ এলাকায় আসতে পারবে কেন : পররাষ্ট্র উপদেষ্টা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ২১:৪৪

চরমপন্থিরা নিরাপদ এলাকায় আসতে পারবে কেন : পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি : সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ মিশনের দিল্লিতে কূটনীতিক এলাকার ভেতরে অবস্থান খুবই নিরাপদ স্থান, সেখানে হিন্দু চরমপন্থিরা এলাকার মধ্যে আসতে পারবে কেন? তাহলে তাদের আসতে দেওয়া হয়েছে, এমন ঘটনা প্রত্যাশিত নয়।

আজ রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লি বিষয়টিকে যতটা সহজভাবে উপস্থাপন করেছে; ততটা সহজ নয়। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের মিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত। এমনটা নয় যে, বাইরে কোনো জায়গায় বা কূটনৈতিক এলাকার শুরুতে। তারা বলছে, ২০-২৫ জনের একটি দল। হতে পারে। সংখ্যা কম-বেশিও হতে পারে। সেটা কথা নয়। 

প্রসঙ্গত, গতকাল শনিবার রাতে ভারতের রাজধানী দিল্লিতে অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার ব্যানারে বাংলাদেশ হাইকমিশনের সামনে এসে বিক্ষোভ করেছে। ওইদিন রাতে তারা প্রায় ২০ মিনিট ব্যানার নিয়ে বাংলাদেশ হাউজের সামনে অবস্থান করে এবং বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। এসময় ২০ থেকে ২৫ জন বিক্ষোভকারী বাংলাদেশবিরোধী স্লোগানের পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়।

তৌহিদ হোসেন বলেন, তারা বলছে ২০-২৫ জনের দল। হিন্দু চরমপন্থি সংগঠনের একটি দল। এতদূর পর্যন্ত আসতে পারবে কেন? একটা সেনিটাইজট এলাকার মধ্যে। তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে তাহলে! নরমালি তাদের আসতে পারার কথা না। তারপর তারা হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদে স্লোগান দিয়ে চলে গেছে তা কিন্তু নয়। আরও অনেক কিছু বলেছে, সেটা আমরা জানি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার কাছে প্রমাণ নেই। কিন্তু আমরা শুনেছি যে, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেখানে এসে তাকে হুমকি দেবে কেন! দিল্লিতে হাইকমিশনারের পরিবার ঝুঁকি বোধ করছে এবং হুমকি ফিল করছে।

তৌহিদ হোসেন বলেন, একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছেন। এর সঙ্গে মাইনরিটিজের (সংখ্যালঘু) নিরাপত্তাকে একসাথে করে ফেলার মানে হয় না। যাকে হত্যা করা হয়েছে, তিনি বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশ অবিলম্বে এ ব্যাপারে অ্যাকশন (ব্যবস্থা) নিয়েছে। বেশ কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যেভাবে এটিকে উপস্থাপন করা হয়েছে এটি গ্রহণযোগ্য না। আমরা মনে করি নিরাপত্তার স্বাভাবিক যে নিয়ম আছে, সেখানে তা ঠিকমতো পালন হয়নি। তবে মিশনের নিরাপত্তার বিষয়টি তারা দেখার কথা জানিয়েছে, আমরা সেটি নোট করেছি।

এর আগে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শনিবার (২০ ডিসেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রায় ২০ থেকে ২৫ জন যুবক জড়ো হয়েছিলেন। তারা ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে সেখানে উপস্থিত হন, স্লোগান দেন এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তৌহিদ হোসেন ভারত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর