ভোটের দিন যত ঘনাবে, ততই কাটবে ভয়-শঙ্কা : সিইসি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১৩:২৯
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি : বাংলাদেশের খবর
ভোটের দিন যত এগিয়ে আসবে, ততই নির্বাচন ঘিরে বিদ্যমান ভয় ও শঙ্কা কেটে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও আরও উন্নতি হবে।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেইল সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সিইসি এসব কথা বলেন।
নাসির উদ্দিন বলেন, রোববার আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের শান্তিপূর্ণ ভোটপরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সিইসি বলেন, প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং কারাবন্দীদের ভোট দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।
তিনি জানান, স্বাধীনতার ৫৪ বছরে এই প্রথম প্রবাসীদের জন্য এমন ভোটের সুযোগ তৈরি হলো, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এসআইবি/এমবি

