Logo

জাতীয়

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকসহ ২০ জনকে গানম্যান প্রদান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১৬:৪২

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকসহ ২০ জনকে গানম্যান প্রদান

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

নিরাপত্তা ঝুঁকিতে থাকা রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ মোট ২০ জনকে সরকারিভাবে গানম্যান প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। নিরাপত্তা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের তালিকায় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এর সম্পাদকও রয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এসব তথ্য জানান। 

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা এই মুহূর্তে ‘হিটলিস্টে’ বা চরম নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন, তাদের সুরক্ষায় গানম্যান নিয়োজিত করা হয়েছে। 

উপদেষ্টা বলেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থাগুলো (ডিজিএফআই, এনএসআই ও এসবি) নিজেরা বসে কারা কারা ঝুঁকিতে রয়েছেন তাদের একটি তালিকা তৈরি করেছে। সেই তালিকার ভিত্তিতেই ২০ জনের মতো ব্যক্তিকে গানম্যান দেওয়া হয়েছে। তবে তালিকায় থাকা অনেকে গানম্যান নিতে রাজি হননি।’ 

২০ জনের সবাই রাজনীতিবিদ কি না— এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বিস্তারিত তথ্য না দিলেও সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এই তালিকায় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাসনিম জারা রয়েছেন।

এছাড়া গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকেও গানম্যান দেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এদিকে বেশ কয়েকজন শীর্ষ রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য নিজেদের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। এদের মধ্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য সার্বক্ষণিক গানম্যান ও বাসভবনের নিরাপত্তা চাওয়া হয়েছে। 

নিরাপত্তার আবেদনকারীদের তালিকায় আরও রয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, কর্নেল (অব.) অলি আহমদ, জোনায়েদ সাকি, আনোয়ার হোসেন মঞ্জু এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহম্মেদ সেখ প্রমুখ। 

দেশের চলমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে ব্রিফিংয়ে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর