Logo

জাতীয়

দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ভিসা সেবা স্থগিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৬

দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ভিসা সেবা স্থগিত

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’ নামক একটি সংগঠনের হামলার চেষ্টার পরিপ্রেক্ষিতে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান স্থগিত করা হয়েছে। 

সোমবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং হাইকমিশন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। এর ফলে এখন থেকে দিল্লিতে আর কোনো নতুন ভিসা আবেদন গ্রহণ বা পাসপোর্ট সংক্রান্ত সেবা পাওয়া যাবে না।

গত শনিবার (২০ ডিসেম্বর) রাতে দিল্লির চাণক্যপুরীতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০-২৫ জনের একটি দল বিক্ষোভ প্রদর্শন করে। প্রায় ২০ মিনিট অবস্থান করে তারা বাংলাদেশবিরোধী স্লোগান দেয় এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনায় গতকাল রোববার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘দিল্লিতে কূটনৈতিক এলাকা অত্যন্ত সুরক্ষিত। সেখানে এই ধরনের উগ্রপন্থী সংগঠনের সদস্যরা কীভাবে প্রবেশ করার সুযোগ পেল? এটি অনাকাঙ্ক্ষিত এবং কোনোভাবেই প্রত্যাশিত নয়।’

তিনি আরও জানান, হাইকমিশনার ও তার পরিবার বর্তমানে সেখানে চরম নিরাপত্তা ঝুঁকি ও হুমকি বোধ করছেন। মিশনের ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় এবং কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ এবং ‘ভুল প্রচারণা’ বলে দাবি করলেও ঢাকা তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। পররাষ্ট্র উপদেষ্টার মতে, ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব, যা পালনে দিল্লির ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত রোববার ভারতের শিলিগুড়িতেও বাংলাদেশের একটি ভিসা সেন্টারে হামলার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং হাইকমিশন কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর