Logo

জাতীয়

তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনে ১০ রুটে বিশেষ ট্রেন, ৩ ট্রেনের যাত্রা স্থগিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ২১:৫৭

তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনে ১০ রুটে বিশেষ ট্রেন, ৩ ট্রেনের যাত্রা স্থগিত

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত গণ-সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ১০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়। তবে এই বিশেষ ট্রেন পরিচালনার জন্য রাজবাড়ী, রোহনপুর ও ঢালারচর রুটের নিয়মিত তিনটি ট্রেনের যাত্রা ২৫ ডিসেম্বর স্থগিত রাখা হবে।

সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) রেল মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

১০ রুটে বিশেষ ট্রেন ও বাড়তি কোচ
দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্ততি নিয়েছে বিএনপি। নেতাকর্মীদের ঢাকায় যাতায়াতের জন্য ট্রেন বরাদ্দের আবেদনের প্রেক্ষিতে রেল মন্ত্রণালয় জানিয়েছে, ১০টি রুটে বিশেষ ট্রেন চলবে এবং নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।

বিশেষ ট্রেনগুলো যেসব রুটে চলবে

  •  কক্সবাজার-ঢাকা-কক্সবাজার
  •  খুলনা-ঢাকা-খুলনা
  •  পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়
  •  রাজশাহী-ঢাকা-রাজশাহী
  •  যশোর-ঢাকা-যশোর
  •  জামালপুর-ময়মনসিংহ-ঢাকা
  •  টাঙ্গাইল-ঢাকা-টাঙ্গাইল
  •  ভৈরববাজার-নরসিংদী-ঢাকা
  •  জয়দেবপুর-ঢাকা ক্যান্টনমেন্ট
  •  চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট

রেল মন্ত্রণালয় জানিয়েছে, এই বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ বরাদ্দ বাবদ দলটির পক্ষ থেকে রেলওয়েকে অগ্রিম অর্থ পরিশোধ করা হবে এবং এর মাধ্যমে আনুমানিক ৩৬ লাখ টাকা রাজস্ব আহরিত হবে।

স্থগিত ৩ ট্রেনের যাত্রা
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিশেষ ট্রেন পরিচালনার সুবিধার্থে স্বল্প দূরত্বের তিনটি ট্রেনের চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে। ট্রেনগুলো হলো : রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর-রাজশাহী)।

২০০৮ সাল থেকে লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকা তারেক রহমানের আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকায় ফেরার কথা রয়েছে। তার এই প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করতে বিমানবন্দর থেকে নয়াপল্টন পর্যন্ত বিশাল জনসমাগমের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিশেষ ট্রেনের এই আয়োজন সেই প্রস্তুতিরই একটি বড় অংশ।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি ট্রেন চলাচল বাংলাদেশ রেলওয়ে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর