Logo

জাতীয়

নির্বাচন ও গণভোটের নিরাপত্তা

আনসার মহাপরিচালকের সাথে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২২

আনসার মহাপরিচালকের সাথে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতি এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) খিলগাঁওস্থ আনসার সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৈঠকে মহাপরিচালক আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে বাহিনীর প্রশিক্ষিত জনবল, বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা এবং মাঠপর্যায়ের সমন্বিত পরিকল্পনা সম্পর্কে ইইউ রাষ্ট্রদূতকে বিস্তারিত অবহিত করেন। নিরাপত্তা নিশ্চিতকরণে আনসার বাহিনীর প্রস্তুতি দেখে রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন।

আলোচনায় আনসার সদস্যদের পেশাদারিত্ব বৃদ্ধি এবং কল্যাণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ গুরুত্ব পায়। বিশেষ করে বাহিনীর সদস্যদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ কাঠামো এবং প্রান্তিক সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে গৃহীত ‘সঞ্জীবন প্রকল্প’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মহাপরিচালক জানান, আনসার ও ভিডিপি সদস্যদের আন্তর্জাতিক মানসম্পন্ন মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ব্যাপক প্রশিক্ষণ কার্যক্রম চলছে, যা দেশে ও বিদেশে তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে দিচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাহিনীর সামগ্রিক কার্যক্রম ও উন্নয়নমুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে।

সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব ডেলিগেশন মিসেস বাইবা জারিন, বাহিনীর অতিরিক্ত মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন গণভোট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর