Logo

জাতীয়

পুলিশ সদর দপ্তরের ৬ ডিআইজি পদে রদবদল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪

পুলিশ সদর দপ্তরের ৬ ডিআইজি পদে রদবদল

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের গুরুত্বপূর্ণ ছয়টি ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) পদে রদবদল করা হয়েছে। বর্তমানে কর্মরত এবং সদ্য যোগদান করা ছয়জন কর্মকর্তাকে নতুন বিভিন্ন দপ্তরে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পদায়ন ও বদলি করা হয়।

আদেশে জানানো হয় যে, লজিস্টিকস বিভাগ থেকে সরিয়ে খোন্দকার নজমুল হাসানকে অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন বিভাগের ডিআইজি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া তাপতুন নাসরীনকে ডিআইজি হেডকোয়ার্টার্স এবং আশিক সাঈদকে ডিআইজি ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে। লজিস্টিকস বিভাগের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন সারোয়ার মুর্শেদ শামীম। অন্যদিকে, আতিকুর রহমানকে ডিআইজি ফিন্যান্স এবং মোস্তাফিজুর রহমানকে ডেভেলপমেন্ট বিভাগের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। 

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধি এবং জনস্বার্থে এই রদবদল করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং পুলিশের অভ্যন্তরীণ চেইন অব কমান্ড শক্তিশালী করতে এই কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর