Logo

জাতীয়

সংখ্যালঘুরা দুর্গাপূজা ও নির্বাচনের সময় আতঙ্কে থাকেন : সিইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:২৩

সংখ্যালঘুরা দুর্গাপূজা ও নির্বাচনের সময় আতঙ্কে থাকেন : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন,সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা আমার কাছে এসেছিল। নেতারা বলেছেন, তারা দুটি সময়ে সবচেয়ে বেশি আতঙ্কে থাকেন; একটি দুর্গাপূজা, অন্যটি নির্বাচন। এবার দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আমি আশা করি, ইনশাআল্লাহ নির্বাচনও সেভাবেই হবে।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসক (ডিসি),পুলিশ সুপারদের (এসপি) ও মাঠ প্রশাসনের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রথম সেশনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, কোথাও ব্যানার ছেঁড়া, স্টেজ ভাঙচুর বা দখলের মতো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে অভিযোগ গ্রহণ করে প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেটের কাছে রেফার করতে হবে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। অভিযোগ যেন ঝুলে না থাকে, সেটি নিশ্চিত করতে হবে।

তিনি সতর্ক করে বলেন, এই সময়ে নানা ধরনের উসকানিমূলক ঘটনা ঘটতে পারে। সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক উসকানির চেষ্টা দেখা গেছে। এসব বিষয়ে প্রশাসন ও পুলিশকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।

সিইসি আরও বলেন, বয়স্ক, শারীরিকভাবে প্রতিবন্ধী এবং সংখ্যালঘু ভোটাররা যেন নিরাপদে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারেন এবং শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরতে পারেন; এই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সিইসি বলেন, আজ প্রশাসন ও পুলিশের প্রস্তুতি দেখে আমার আত্মবিশ্বাস অনেক বেড়েছে। আমাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই; একটাই লক্ষ্য, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদার নির্বাচন উপহার দেওয়া। আপনাদের সহযোগিতায় আমরা সেটি পারব বলে আমি বিশ্বাস করি। মাঠে যান, দায়িত্ব পালন করুন, সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করুন। ইনশাআল্লাহ কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ হবে না।

এসআইবি/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সিইসি দুর্গাপূজা সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর