ভোট পর্যন্ত নতুন প্রকল্প, অনুদান ও ত্রাণ নয়, ৩ মন্ত্রণালয়কে ইসির নির্দেশ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী এলাকায় নতুন কোনো প্রকল্প অনুমোদন, ঘোষণা, ভিত্তিপ্রস্তর স্থাপন, ফলক উন্মোচন কিংবা অনুদান ও ত্রাণ বিতরণ কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ বিষয়ে আলাদা আলাদা চিঠি পাঠানো হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের কাছে।
স্থানীয় সরকার বিভাগের সচিবকে পাঠানো চিঠিতে ইসি উল্লেখ করেছে, নির্বাচনী তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের আগ পর্যন্ত কোনো সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের তহবিল থেকে ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের অনুকূলে কোনো অনুদান ঘোষণা, বরাদ্দ বা অর্থ অবমুক্ত করতে পারবেন না।
এ ছাড়া নির্বাচনী এলাকায় কোনো প্রার্থী সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অফিস, যানবাহন, মোবাইল ফোন, টেলিফোন, ওয়াকিটকি কিংবা অন্য কোনো সুযোগ-সুবিধা নির্বাচনী কাজে ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা-কর্মচারীকেও নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না।
চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচন-পূর্ব সময়ে কোনো প্রার্থী সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোনো প্রকল্পের অনুমোদন, ঘোষণা, ভিত্তিপ্রস্তর স্থাপন বা ফলক উন্মোচন করতে পারবেন না। অনুদান ও ত্রাণ বিতরণও নিষিদ্ধ থাকবে। তবে আগে অনুমোদিত কোনো প্রকল্পে অর্থ অবমুক্ত করা জরুরি হলে নির্বাচন কমিশনের পূর্বানুমতি নিতে হবে।
ইসি সতর্ক করে জানিয়েছে, এসব বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নতুন করে কোনো অনুদান বা ত্রাণ বিতরণ করা যাবে না। তবে পূর্বে অনুমোদিত ও চলমান কার্যক্রম অব্যাহত থাকবে। জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা জেলা প্রশাসক ত্রাণ বিতরণ করবেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে জানানো হয়েছে, মা ও শিশু সহায়তা কর্মসূচি (এমসিপিবি) ও ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)-এর আওতায় নতুন কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না। তবে চলমান কার্যক্রম চালু থাকবে।
এ ছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকেও নির্বাচনী এলাকায় অনুদান ও ত্রাণ বিতরণ স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
এসআইবি/এমএইচএস

