Logo

জাতীয়

জামানত জমার সুবিধার্থে শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ ইসির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:১৬

জামানত জমার সুবিধার্থে শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সারাদেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানিয়েছে, বড়দিন ও সাপ্তাহিক ছুটির কারণে টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকায় মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। এর মধ্যে ২৫ ডিসেম্বর বড়দিন এবং ২৬ ও ২৭ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেওয়ার বিধান রয়েছে। ব্যাংক বন্ধ থাকলে এসব অর্থ জমা দেওয়া সম্ভব হবে না।

এ অবস্থায় প্রার্থীদের সুবিধার্থে আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সারাদেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখতে অনুরোধ জানানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এসআইবি/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর