Logo

জাতীয়

ফেসবুক পেজ হারালেন আসিফ মাহমুদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৫

ফেসবুক পেজ হারালেন আসিফ মাহমুদ

সাবেক উপদেষ্টা ও ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অফিসিয়াল ফেসবুক পেজ ‘রিমুভ’ করে দেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া পোস্টের কারণে সংঘবদ্ধভাবে রিপোর্ট করার ফলে পেজটি সরানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ এ তথ্য জানান।

পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সকল পোস্ট, ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেইজটি (৩০ লক্ষাধিক ফলোয়ার) রিমুভ করে দেওয়া হয়েছে।’

তিনি আরও লিখেছেন, ‘বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়েছে। হাদি ভাইকে নিয়ে দেওয়া তিনটি ভিডিওতেই স্ট্রাইক করা হয়েছে।’

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আসিফ মাহমুদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর