Logo

জাতীয়

ঋণখেলাপি তথ্য যাচাইয়ে ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতির নির্দেশ ইসির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ২০:৩৬

ঋণখেলাপি তথ্য যাচাইয়ে ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতির নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের আগে ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে সরবরাহ করতে হবে। প্রয়োজন হলে মনোনয়নপত্র বাছাইয়ের সময় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের রিটার্নিং অফিসারের দপ্তরে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শুক্রবার(২৬ ডিসেম্বর) ইসি উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত অর্থ মন্ত্রণালয় সচিবকে পাঠানো এ চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক প্রণীত একটি খসড়া পরিপত্র নির্বাচন কমিশনের ভেটিং সম্পন্ন হয়েছে। কমিশনের মতে, খসড়াটি বিদ্যমান আইন ও বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় তা জারির বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই প্রক্রিয়ায় ঋণখেলাপি সংক্রান্ত তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এসআইবি/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর