৩ পার্বত্য জেলার ৩৪ ভোটকেন্দ্রে হেলিকপ্টার সহায়তা দেবে ইসি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ২০:৩৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির দুর্গম ভোটকেন্দ্রগুলোতে হেলিকপ্টার সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ শুক্রবার(২৬ ডিসেম্বর) সশস্ত্র বাহিনী বিভাগে
ইসি উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পাঠানো এক চিঠিতে এ তথ্য জানা যায়।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, বান্দরবান পার্বত্য জেলায় ১১টি, রাঙ্গামাটি পার্বত্য জেলায় ২০টি এবং খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৩টি—মোট তিন পার্বত্য জেলার ৩৪টি ভোটকেন্দ্রের ১০৯টি ভোটকক্ষে নির্বাচনি মালামাল, ভোটগ্রহণ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের (আনসার ও ভিডিপি সদস্যসহ) পরিবহনে হেলিকপ্টার ব্যবহার করা হবে।
উপজেলা সদর থেকে ভোটকেন্দ্রে যাতায়াত এবং ভোটগ্রহণ শেষে পুনরায় ফেরত আনার কাজে এই হেলিকপ্টার সহায়তা দেওয়া হবে। নির্বাচনি মালামালের পরিমাণ, ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসংখ্যা, হেলিকপ্টারের ধারণক্ষমতা এবং আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় যাতায়াতের সময়সূচি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।
এ ছাড়া পার্বত্য এলাকা ছাড়াও দ্বীপাঞ্চল, হাওর-বাওর ও অন্যান্য দুর্গম অঞ্চলে জরুরি উদ্ধার তৎপরতা এবং ব্যালট পেপারসহ নির্বাচনি মালামাল দ্রুত পরিবহনের জন্য রাজধানীর তেজগাঁও হেলিপ্যাডে দুটি হেলিকপ্টার স্ট্যান্ডবাই রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
নির্বাচনী এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ, র্যাব, আর্মড পুলিশ ও কোস্ট গার্ডের চাহিদার ভিত্তিতেও হেলিকপ্টার ব্যবহারের ব্যবস্থা রাখা হবে। এসব হেলিকপ্টার ব্যবহারের ব্যয় চাহিদা প্রাপ্তি সাপেক্ষে নির্বাচন কমিশন সচিবালয়ের বাজেট থেকে বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছে ইসি।
এসআইবি/আইএইচ

