Logo

জাতীয়

মনোনয়নপত্র জমার সময় শেষ হচ্ছে সোমবার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৯

মনোনয়নপত্র জমার সময় শেষ হচ্ছে সোমবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের মধ্যে একজন প্রার্থীকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

ইসি জানিয়েছে, মনোনয়নপত্র জমার সময় প্রার্থী বা তার প্রস্তাবক ও সমর্থকসহ পাঁচজনের বেশি উপস্থিত থাকতে পারবেন না। এ সময় কোনো ধরনের মিছিল, শোডাউন বা প্রদর্শনী করা হলে তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার সময় প্রার্থীর স্বাক্ষরসহ প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২ অনুচ্ছেদের (৩) উপধারা অনুযায়ী প্রার্থী, প্রস্তাবকারী বা সমর্থনকারী মনোনয়ন ফরম দাখিল করলে তা গ্রহণ করবেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান, জামানত জমা, প্রস্তাবকারী ও সমর্থনকারীর যোগ্যতা, রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন, মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং বৈধ প্রার্থীর তালিকা প্রকাশসহ বিভিন্ন বিষয়ে ইতিমধ্যে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন।

ইসির পরিপত্র অনুযায়ী, দলীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারীর স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র সংযুক্ত করতে হবে। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের অন্তত ১ শতাংশ ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর তালিকা নির্ধারিত ছকে জমা দিতে হবে, যদি তিনি আগে সংসদ সদস্য নির্বাচিত না হয়ে থাকেন।

মনোনয়নপত্রের সঙ্গে জামানত বাবদ ৫০ হাজার টাকা ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেওয়ার প্রমাণপত্র সংযুক্ত করতে হবে। পাশাপাশি নির্বাচনী ব্যয়ের সম্ভাব্য উৎস, সম্পদ ও দায় এবং বার্ষিক আয়-ব্যয়ের বিবরণী (ফরম–২০ ও ২১) এবং ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা দাখিল করতে হবে।

প্রার্থীকে মনোনয়নপত্রের তিন সেট জমা দিতে হবে। এক সেট মূল কপি এবং দুই সেট এ–ফোর সাইজের ফটোকপি। সর্বশেষ আয়কর রিটার্ন, আয়কর পরিশোধের প্রমাণপত্র ও সম্পদের বিবরণীর (আইটি–১০বি) সত্যায়িত কপি দিতে হবে। এছাড়া তিন কপি সদ্য তোলা সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ভোটার তালিকার সংশ্লিষ্ট পৃষ্ঠার কপি জমা দিতে হবে।

মনোনয়নপত্র বাছাই শুরু হবে ৩০ ডিসেম্বর থেকে, যা চলবে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

এসআইবি/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর