আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, ‘দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সারাদেশে মনোনয়ন সংগ্রহ করেছেন ২ হাজার ৭৮০ জন এবং জমা দিয়েছেন ৩১ জন।’
এদিকে আগামীকাল সোমবার(২৯ ডিসেম্বর) বিকেল ৫টায় শেষ হচ্ছে মনোনয়ন সংগ্রহ ও জমার সময়।
ইসি জানিয়েছেন, ‘মনোনয়নপত্র জমার সময় প্রার্থী বা তার প্রস্তাবক ও সমর্থকসহ পাঁচজনের বেশি উপস্থিত থাকতে পারবেন না। এ সময় কোনো ধরনের মিছিল, শোডাউন বা প্রদর্শনী করা হলে তা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।’
রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার সময় প্রার্থীর স্বাক্ষরসহ প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
এসআইবি/এনএ

